সোমবার রাতে বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চালানোর সময় ভাঙাচোরা সড়কের গ’র্তে পড়ে আব্দুল সালাম (৫৫)





নামে এক আওয়ামী লীগ নেতা নি’হ’ত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। গতকাল রাত ৯টার দিকে উপজেলার
চান্দিয়াড়-পেঁচিবাড়ি সড়কের জালশুকা গ্রামের সেতুর কাছে এ দু’র্ঘ’ট’না ঘটে। জানা গেছে,





আব্দুল ছালাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে একই এলাকার বিলকাজুলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে জালশুকা গ্রামের সেতুর কাছে পৌঁছালে ভাঙাচোরা পাকা সড়কের গ’র্তে মোটরসাইকেলসহ উ’ল্টে প’ড়ে যান তিনি।





স্থানীয় লোকজন তাকে উ’দ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আব্দুল সালাম মৃ”ত্যুব’রণ করেন। ধুনট থা’নার
ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দু’র্ঘ’ট’নায় নি’হ’ত





আব্দুল সালামের মৃ’তদেহ আ’ইনি প্রক্রি’য়ার মাধ্যমে তার স্বজনদের কাছে হ’স্তা’ন্তরের ব্যবস্থা নেয়া হয়েছে।