মার্কিন নির্বাচনে সবার নজর থাকে সুইং স্টেটগুলোর দিকে। কারণ নির্বাচনী ফলাফল নির্ধারণে এই স্টেটগুলো গুরুত্বপূর্ণ





ভূমিকা রাখে। চলতি নির্বাচনে সুইং স্টেট বলা হচ্ছে- ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, আরিজোনা
ও নর্থ ক্যারোলাইনাকে। এই সমস্ত স্টেটে কোন প্রার্থীর অবস্থান কেমন- তা নিয়ে `পোলস্ ট্র্যাকার`





এর ফলাফল প্রকাশ করেছে গারডিয়ান। তাদের ফলাফলে দেখা যায়, ছয়টিতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এবং দুইটিতে রিপাবলিকান
প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। সেখানে বলা হয়, আইওয়া ও ওহাইওতে যথাক্রমে ৬টি ও ১৮টি ইলেক্টোরাল ভোট রয়েছে, এ দুই জায়গায় ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে।





পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগানে যথাক্রমে ২০টি, ১০টি, ১৬ টি ইলেক্টোরাল ভোট রয়েছে, এগুলোতে বাইডেন বড় ব্যবধানে এগিয়ে। আর ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা এবং অ্যারিজোনাতে যথাক্রমে ২৯টি, ১৫টি এবং ১১টি ইলেক্টোরাল ভোট রয়েছে, এগুলোতে বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে।





মার্কিন নির্বাচনে সবার নজর থাকে সুইং স্টেটগুলোর দিকে। কারণ নির্বাচনী ফলাফল নির্ধারণে এই স্টেটগুলো গুরুত্বপূর্ণ