চট্টগ্রামে একটি বাসায় অ’ভিযা’ন চালিয়ে এক কোটি ১৭ লাখ টাকা এবং সোয়া পাঁচ হাজার ইয়াবাসহ এক রো’হিঙ্গা দম্পতিকে





গ্রে’প্তার করেছে র্যাব। রোববার নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অ’ভিযা’ন চালিয়ে তাদের গ্রে’প্তার করা হয় বলে র্যাব-৭
চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান। গ্রেপ্তার শওকত ইসলাম (৩২) ও মোরজিনা





বেগম (২৮) মিয়ানমার থেকে আসা রো’হি’ঙ্গা বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার শওকত ইসলামগ্রে’প্তার শওকত ইসলামবিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে তুষার বলেন, মা’দ’ক বে’চাকে’নার অ’ভিযো’গ পেয়ে রোববার চান্দগাঁও আবাসিক এলাকার বি- ব্লকের
ওই বাসায় অ’ভিযা’নে যায় তাদের একটি দল। বাসার দরজা খুলতে বলার





সাথে সাথে তারা জানালা দিয়ে নিচে টাকা ফেলে দেওয়ার চেষ্টা করে। নিচে দাঁড়ানো র্যাব সদস্যরা বিষয়টি দেখে ফেলে। পরে ঘরে
ঢুকে আরো কিছু টাকা উ’দ্ধার করা হয়।” সব মিলিয়ে ওই বাসা থেকে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা উ’দ্ধার করা হয়
বলে জানান তুষার। তিনি বলেন, “টাকা নিচে ফেলে দেওয়ার পাশাপাশি তারা ই’য়া’বাগুলো নিজেদের শরীরে লুকিয়ে ফেলে।





পরে ত’ল্লা’শি করে ৫ হাজার ৩০০ ই’য়া’বা পাওয়া যায়।” গ্রে’প্তার মোরজিনা বেগমগ্রে’প্তার মোরজিনা বেগম এই রো’হিঙ্গা দম্পতি
দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ইয়া’বা বিক্রি করে আসছিল জানিয়ে তুষার বলেন, “মিয়ানমারে তাদের একটি চ’ক্র আছে, সেখান থেকে
শওকত বাংলাদেশে ইয়া’বা এনে বি’ক্রি করে। যে টাকা সেখানে পাওয়া গেছে, তা ই’য়া’বা বিক্রি থেকে পাওয়া বলে তারা জানিয়েছে।





গ্রে’প্তার রোহিঙ্গা দম্পতির বি’রু’দ্ধে চান্দগাঁও থানায় মা’দক এবং অ’বৈধ অনুপ্রবেশ আ’ইনে মা’মলা হয়েছে।