জীবিকার তাড়নায় এখন অসংখ্য মানুষ দেশ ছেড়ে ছুটে চলে প্রবাসে। কিন্তু বাংলাদেশের মানুষ ইচ্ছা থাকলেও যেতে পারে





না সব দেশে। তবে এবার নতুন একটি দেশ শ্রম বাজার খুলে দিল বাংলাদেশের জন্য। বাংলাদেশিদের জন্য নতুন শ্রম বাজার
হিসেবে আবির্ভূত হলো মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। প্রথমবারের মতো শনিবার দেশটিতে দুই শতাধিক বাংলাদেশি শ্রমিক গেছেন।





আগামীতে ধাপে ধাপে আরো শ্রমিক পাঠানো হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট্র সূত্রে জানা যায়, ২৩৯ জন শ্রমিক নিয়ে
উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইট শনিবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর





ত্যাগ করে।এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান।