ম’হামারি কো’ভিড-১৯ এর কারণে দেশে ছুটিতে এসে আ;টকে থাকা কাতার প্রবাসীদের নিজ কর্মস্থলে ফেরাতে বাংলাদেশ সরকার ও





দূতাবাসকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশে এসে আ;টকে থাকা কর্মীরা কাতারে ফিরতে না পাড়ায়, সেখানকার প্রতিষ্ঠানগুলো চালাতে হি;মশিম খাচ্ছেন তারা। কোভিড-১৯ এর কারণে বাংলাদেশে ছুটিতে





গিয়ে আ;টকা পড়েছেন ১৪ হাজারেরও বেশি কাতার প্রবাসী বাংলাদেশি।এর মধ্যে কিছু সংখ্যক ফিরে আসতে পারলেও বাকিরা এখনো
ফিরতে পারেননি। উপসাগরীয় এই দেশটিতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে কর্মীর সংখ্যা কম থাকায় ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হি;মশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।এ অবস্থায়, আটকে থাকা প্রবাসীদের ফিরতে বাংলাদেশ সরকার





ও দূতাবাসের আরো উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। তবে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস বলছে, কিছু সংখ্যক কর্মীর
‘রিটার্ন পারমিট’ পাওয়ার ব্যাপারে তারা এরই মধ্যে সহযোগিতা করেছেন।বাকিদের দ্রুত কাতারে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে
বলেও জানান দূতাবাসের শ্রম কাউন্সিলর।কাতার থেকে ছুটি





কাটাতে দেশে গিয়ে আ;টকে পড়ার সংখ্যা দিন দিন বাড়ছেই। কাতার থেকে সহজেই দেশে যেতে পাড়লেও বাংলাদেশে থেকে ফেরার
সময় কাতার সরকারের অনুমতি পত্র লাগে।এ অবস্থায় প্রয়োজন ছাড়া প্রবাসীদের দেশে না যাওয়ার পরামর্শ দিয়েছেন
কমিউনিটি ও দূতাবাস।





ম’হামারি কো’ভিড-১৯ এর কারণে দেশে ছুটিতে এসে আ;টকে থাকা কাতার প্রবাসীদের নিজ কর্মস্থলে ফেরাতে বাংলাদেশ সরকার ও