কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে যে, যারা কুয়ে’তে ভি’জিট ভিসায় প্রবেশ করেছেন (সমস্ত ধরণের ভিজিট ভিসা) এবং মেয়াদ





শেষ হয়ে গেছে, তাদের সক’লকে ৩০ নভেম্বরের আগেই কুয়েত থেকে বেরি’য়ে যেতে হবে, যাতে তাদের আইনীভাবে কোনো জবা’বদি’হিতার সম্মুখীন না হতে হয়। এছাড়াও যারা অস্থায়ী রেসিডেন্সি ভিসার অধীনে অর্থাৎ যারা ৩১/০৮/২০২০ তারিখে





তিন মাস সময়কালের জন্য নাগরিকত্ব পেয়েছিল তাদেরকেও তাদের রেসিডেন্সি ভিসা সংশোধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে তাদের নাগরিকত্ব ভিসার সময়কাল ১/৯/২০২০ তারিখে শুরু হয়েছিল, এবং শেষ হবে ৩০/১১/২০২০ তারিখে। সমস্ত মালিক এবং নিয়োগকারীদেরকে তাদের অধীনে থাকা কর্মচারিদের নাগরিকত্বের সংশোধনীর জন্য রেসিডেন্স অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এ যোগাযোগ করতে বলা





হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রনালইয়ের ওয়েবসাইট( WWW.MOLGOV.KW) থেকেও এই কার্যাদি সম্পাদন করা যাবে। মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসায় আগত সকল প্রবাসীকেই সময়সীমা শেষ হওয়ার আগেই অর্থাৎ ৩০ শে নভেম্বর ২০২০ তারিখের মধ্যে দেশ ত্যাগের জন্য অ’নু’রোধ করা হয়েছে। যারা আইন-বহি’র্ভূত ভাবে দেশে অবস্থান করবে তাদের সবাইকে আইন ল’ঙ্ঘন’কারী হিসাবে গণ্য করা হবে ও নির্বাসন





দেওয়া হবে এবং ভবিষ্যতে আর কখনো তাদেরকে কু’য়েতে প্র’বেশের অ’নুমতি দেওয়া হবে না। সূত্রঃ Arabtimesonline