ভারতের হায়দরাবাদের বানজারা হিলসের আসাদুদ্দিন ওয়েইসি বাংলা লাগোয়া বিহারের জেলাগুলোর মুসলিম ভোটব্যাঙ্কে বড় রকম ভাগ বসালেন।





‘বড় দলগুলো অস্পৃশ্যের মতো আচরণ করলেও’ বিহারে তার দল ৫ আসন জিতেছেন বলে জানান আসাদউদ্দিন ওয়াইসি। হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াইয়ে বিহারে জয় এসেছে এনডিএ-র। হায়দ্রাবাদে সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন





(এআইএমআইএম) বা আইমিম কার্যত একা লড়ে বিহারের ৫টি আসন দখল করেছে। খবর আনন্দবাজার পত্রিকার। বিহার ভোটের পরে ওয়াইসি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা রাজনীতি করার সময়ে ভুল থেকে নানারকম শিক্ষা নিই। বিহারে এই ভোটের আগেও আমাদের দলের সভাপতি প্রত্যেক দলের নেতাদের সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু কেউ আমাদের হাত ধরতে রাজি হয়নি। বড় দলগুলি যেন আমাদের সঙ্গে





অস্পৃশ্যের মতো আচরণ করেছিল। আমাদের দলের প্রদেশ সভাপতি প্রত্যেক গুরুত্বপূর্ণ মুসলিম নেতাদের সঙ্গেও দেখা করেছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। এই সাফল্যে ওয়াইসি খুশি হয়ে বলেন, বিহারের মানুষ ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন, তাদের কী ভাবে ধন্যবাদ দেবো জানি না। এটা আমাদের দলের জন্য খুব ভাল দিন। এই মহামারী পরিস্থিতিতেও যে মানুষ এগিয়ে এসেছেন, সেজন্য তাদের ধন্যবাদ।





বিহারে নির্বাচনী প্রচারের সময়ে আইমিম-কে বিজেপির ‘বি টিম’ বলে কটাক্ষ করেছিল কংগ্রেস। ওয়াইসি এ প্রসঙ্গে বলেন, ওরা ওদের হতাশা লুকোচ্ছে। ওরা হেরে গেলে ওয়াইসিকে দোষ দেবে। অথচ বিহারে আমাদের জার্নি শুরু হয়েছে মাত্র পাঁচ বছর আগেই। উল্লেখ্য, ওয়েইসি বিহারে একা না লড়ে মায়াবতীর বিএসপি, উপেন্দ্র কুশওয়াহার আরএলএসপি-র সঙ্গে জোট গড়েছিলেন। জোটই বিরোধী মহাগঠবন্ধনের ভোট কাটবে বলে আঁচ





করা হয়। সেটাই হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম আসনে প্রার্থী দিয়ে ওয়েইসিই সবচেয়ে বেশি আসন জিতেছেন।