চিপস ও ঝাল;মুড়ির প্যা;কেটে করে অভি;নব কা;য়দায় পাচার;কালে ৯ হাজার ২৩৯ পি;স ই;য়া;বা উ;দ্ধার করেছে জেলা গোয়েন্দা





পুলিশ (ডিবি) সদস্যরা। এ সময় রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০) নামের দুই পাচা;রকারিকে গ্রেফতার করেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হলি;মো;ড় থেকে তা;দের আ;টক করা হয়। আট;ক রাশেদুল কবির





(২৬) ও মো. হাসান (২০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেওয়া কক্সবাজার জেলা ডিবি পুলিশের এসআই মোল্লা জুয়েল আহমদ জানান, চিপসের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে ই;য়া;বা পা;চারের ;গো;প;ন সংবা;;;দের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি





সিএনজিচালিত অটোরিকশায় করে সরবরাহের ছদ্মবেশ ধরে আনা ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপসের চালানটি জব্দ করা হয় এবং দুইজনকে আ;টক করা হয়। আ;টককৃতদের ;স্বীকারো;ক্তি মোতাবেক তা;দের বহনকা;রী চিপ;সের প্যা;কেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গণনা করে ৯ হাজার ২৩৯টি জব্দ করা হয়।





আ;টকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে মা;মলা দায়ের করে তাদেরকে থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।