ইরানের প’রমা’ণু স্থাপনাগুলোতে হা’ম’লার সম্ভাব্যতা সম্পর্কে সহকারীদের কাছে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।





কিন্তু বড় ধরনের যু”দ্ধ বে’ধে যাওয়ার আ’শ’ঙ্কা থেকে পরবর্তীতে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তার ক্ষ’ম’তার মেয়াদ শেষ
হওয়ার দুই মাস বাকি থাকতেই তিনি হা’ম’লার এই সম্ভাব্যতা যা’চাই করে দেখেছেন। সোমবার নিউইয়র্ক টাইমসের





খবরে এমন তথ্য মিলেছে। গত বৃহস্পতিবার ওভাল অফিসে এক বৈঠককালে বেশ কয়েকজন শীর্ষ সহকারীকে প্রশ্ন করেন এই বি’দায়ী রিপাবলিকান নেতা। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সেনাপ্রধান জেনারেল মার্ক মিল্লেই উপ’স্থিত ছিলেন। আগামী যে কোনো সপ্তাহে ইরানের প্রধান পর’মা’ণু স্থাপনার বি’রু’দ্ধে প’দক্ষে’প নেয়ার সুযোগ আছে কী না; তা





জানতে চেয়েছেন ট্রাম্প। কিন্তু সা’মরিক হা’ম’লার দিকে না যেতে তাকে বি’রত রাখেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা হুঁ’শিয়া’রি দিয়ে বলেন, এমন হা’ম’লা প্রেসিডেন্টের দায়িত্বের মেয়াদ শেষকালে বড় ধরনের সং’ঘা’ত তৈরি করবে।এর আগে আন্তর্জাতিক প’রমা’ণু শ’ক্তি সংস্থা (আইএইএ) এক প্রতিবেদনে জানায়, ইরান অব্যা’হতভাবে ই’উরে’নিয়া’ম





ম’জুদ করে যাচ্ছে। নিউইয়র্ক টাইমসের খবর অনুসারে, এমন হা’ম’লার সম্ভাব্য নি’শা’না হতে পারত নাটানজ। সেখানে ছয় বিশ্বশ’ক্তির
সঙ্গে ইরানের পর’মা’ণু চুক্তিতে অনুমোদিত পরিমাণের ১২ গু’ণ ইউরে’নি’য়াম মজু’দ করা হচ্ছে।২০১৮ সালে ওই চুক্তি থেকে একতরফা
সরে আসার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।





ইরানের পর;মা;ণু সমৃদ্ধকরণের লা’গাম টে’নে ধরতে চুক্তিটি সই করা হয়েছিল।দীর্ঘদিন ধরে ইরানের বি’রু’দ্ধে লেগে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পর’মা’ণু চুক্তি থেকে সরে আসার পর থেকে তিনি দেশটির বি’রু’দ্ধে একের পর এক অর্থনৈতিক নি’ষে’ধা’জ্ঞা আ’রোপ করে যাচ্ছেন।তেলসমৃদ্ধ দেশটির অর্থনীতি চাকা ব’ন্ধ করে দিতে আরও





শা”স্তিমূল’ক পদক্ষেপ নেয়ারও অঙ্গী’কার করে ট্রাম্প প্রশাসন।আগামী ২০ জানুয়ারি ডেমোক্র্যাটদলীয় জো বাইডেনের হাতে ক্ষ’মতা হ’স্তা’ন্তর করবেন ট্রাম্প। কর্মকর্তারা বলেন, তিনি হা’ম’লার সম্ভাব্যতা জানতে চেয়েছেন। কিন্তু তার সহকারীরা তাকে পুরো পরিস্থিতির বর্ণনা দেন এবং সামনে এগিয়ে না যাওয়ার





সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রা’জি হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।