বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত চিঠি পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।
আজ ১৮ নভেম্বর বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের হাতে কাতার আমিরের এই চিঠি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমদ আলদোহাইমি।
কাতারের বিভিন্ন বার্তা সংস্থা এই খবর দিয়েছে।
তবে চিঠিতে কাতারের আমির কী লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।