ময়মনসিংহের ত্রিশালে ইমামকে লা’’ঞ্ছি’ত করায় যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিকে সমাজ থেকে একঘরে করে সমাজ’চ্যুত করা হয়েছে।





ঘট’নাটি ঘ’টেছে শুক্রবার দুপুরে উপজেলার সম্মুখ বৈলর গ্রামে। স্থানীয়রা জানান, সম্মুখ বৈলর জামে মসজিদের ই’মাম মাওলানা নিজাম উদ্দিন মসজিদ সং’লগ্ন এলাকায় ১২ বছর আগে জমি ক্রয় করেন। সেই জমি বৈলর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি





বছরখানেক যাবত দখলের চেষ্টা করে আসছেন বলে অ’ভি’যো’গ রয়েছে। ঘটনার দিন শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের সামনে শফি তার লোকজন নিয়ে ইমাম সাহেবের সঙ্গে বা’কবি’ত’ণ্ডায় জ’ড়ায়। একপর্যায়ে ইমামকে শারী’রিকভাবে লা’ঞ্ছি’ত করে। এ ঘট’নায় ক্ষু’ব্ধ হয়ে উপস্থিত মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষ শফিকে আ’ট’ক করে





একটি দোকানে রেখে নামাজ পড়তে যান। পরে শফির পরিবারের লোকজন সামাজিকভাবে ‘বি’চারের আ’শ্বাস দিয়ে ছা’ড়িয়ে নিয়ে যান। ওই দিন আসর নামাজের পর স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা এ ঘ’টনার প্র’তি’বাদে প্র’তিবা’দ সভায় শফিকে একঘরে করে সমা’জচ্যু’ত করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বৈলর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান





আসাদুজ্জামান আসাদ, মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক ইউনুস আলী মাস্টার, ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কাজল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন বলেন, শফি দলীয় প্রভাব খাটিয়ে





দীর্ঘ দিন যাবত আমার ক্রয় করা জমি দ’খ’ল করার চে’ষ্টা করছেন। ঘট’নার দিন কোনো কারণ ছাড়াই তিনি তার লোকজন নিয়ে আমাকে শা’রী’রিকভাবে লা’ঞ্ছি’ত করেন। তাই সমাজের লোকজন তাকে একঘরে করে সমাজচ্যু’ত করেছেন।এ বিষয়ে শফিকুল ইসলাম শফি বলেন, আমাকে সমাজচ্যু’ত করেনি। আমি রাজনীতি করি; এ বছর এই ইউনিয়ন থেকে





চেয়ারম্যান নির্বাচন করব। রাজনৈতিকভাবে হে’য় করার জন্য আমার প্র’তিপ’ক্ষরা এ ধরনের অপপ্র’চার চালাচ্ছে।