ব্রাহ্মণবাড়িয়া শহরে মসজিদে নামাজরত অবস্থা;য় মাওলানা সোলায়মান (৫৮) নামে এক ইমামের মৃ;ত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর)





ভোরে শহরের কুমারশীল মোড়ের মদিনা মসজিদে ফজরের নামাজরত অবস্থায় মৃ;ত্যুব;রণ করেন তিনি। মাওলানা সোলায়মান জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের মৃ;ত কফিল উদ্দিন মুন্সির ছেলে। দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে





আসছিলেন তিনি। মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজরের নামাজে ইমামতি করার সময় শ্বা;সক;ষ্ট শুরু হলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। এরপর মুসুল্লিদের সঙ্গে জামাতে নামাজ আদায় করা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর শহরের টেংকেরপাড় মাঠে মর;হুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।





এরপর তার প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সোলায়মানিয়া মাদরাসা প্রাঙ্গণে তাকে দা;ফন করা হবে।