রাজধানীতে অনলাইনে ৮০ পিস মোবাইল অর্ডার দিয়ে হাতে পেলেন কাঠের টুকরো…অনলাইনে ৮০ পিস মোবাইল অর্ডার দিয়ে হাতে পেলেন





কাঠের টুকরো। রাজধানীর রূপনগর এলাকা থেকে আবুল কালাম (৪১) নামের ওই অনলাইন প্রতারক ব্যবসায়ীকে আ;ট;ক করেছে র্যাব-৪।
মঙ্গলবার র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন,





গ্রেফতার আসামি ভিন্ন নামে ফেসবুকে ফেক আইডি চালাতো। সম্প্রতি সে স্যামস্যাং কোর এ-২ মডেলের মোবাইল বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রির বিজ্ঞাপন দেয়। পরে একজন ৮০ পিস সেই মডেলের মোবাইল অর্ডার করেন। কিন্তু আসামি তাকে মোবাইল না দিয়ে বক্সের ভেতর কাঠের টুকরো দিয়ে দেয়। এভাবে সে দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে





আসছিল।এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। সূত্রঃ ডেইলি বাংলাদেশ