ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রুমা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী’কে ডেকে নিয়ে স’র্বনা’শ করলো একদল যুবক। অভাবের দিনে ওই





নারীর স্বর্ণের হার, কানের দুল ও মোবাইল ফোন ছি’নতা’ই হয়। রাস্তার মধ্যেই কা’ন্নায় ভেঙে পড়েন ওই নারী। মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। ছি’নতাই’য়ের শি’কার ওই নারী উপজে’লার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সৌদি আরব





প্রবাসী ইউসুফ মোল্লার স্ত্রী’।রুমা আক্তার বলেন, মিষ্টি কেনার জন্য দোকানে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পৌর শহরের পোস্ট অফিসের সামনে যেতেই দুজন অ’পরিচিত লোক আমাকে একটি গ’লিতে নিয়ে যায়। এরপর তারা গলায় থাকা স্বর্ণের দেড় ভরি ওজনের হার, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে কৌশলে





পা’লিয়ে যায়। পরে তিনি ছিন’তাইকা’রী বলতে বলতে কা’ন্নায় জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে বিস্তারিত বলে রুমা জানান, তাদের দেখলে তিনি চিনতে পারবেন। পরিবারের অ’ভাব-অ’ন’ট’নের দিনে তাকে লু’ট করার বি’চার চান তিনি। আখাউড়া থা’নার ওসি রসুল





আহম্ম’দ নিজামী জানান, এ বিষয়ে কোনো অ’ভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে আ’ইনানুগ ব্যবস্থা নিবেন।