মহামারী করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে রোগী দেখছেন কিছুদিন আগে করোনা থেকে সুস্থ হওয়া নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের





মেডিকেল অফিসার বুশরা আমিন। তবে রোগী ও স্বজনরা মাস্ক না পড়ার কারণে তাদেরকে তিরস্কার করছেন বলে অ’ভিযো’গ ওঠেছে তার নামে। এমনকি আজ (শনিবার) হাসপাতালে সেবা নিতে আসা আয়েশা আক্তার নামে এক নারীকে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকেও বের করে দিন





তিনি। হাসপাতালে গিয়ে দেখা যায়, মেডিকেল অফিসার বুশরা আমিন মাস্ক না পরে হাসপাতালের জরুরি বিভাগের মত স্পর্শকাতর জায়গায় রৈর স্বজনদের সাথে তর্ক করছেন। এ বিষয়ে ভু’ক্তভো’গী আয়েশা আক্তার জানান, আমি মাস্ক না পরে জরুরি বিভাগে গেলে তিনি আমাকে বের হয়ে যেতে বলেন। ‘আপনি তো নিজেই মাস্ক পড়েননি’ এ কথা বললে আমাকে ধা”ক্কা দিয়ে বের করে দেন।





অপর রোগী হান্নান মিয়াও একই অভিযোগ করে জানান, আমাদের সামনেই ওই ডাক্তার আয়েশা আক্তারকে ধা”ক্কা দিয়ে বের করে দেন। তিনি আমাদের সাথেও খারাপ ব্যবহার করেন। এ বিষয়ে চিকিৎসক বুশরা আমিন জানান, বিষয়টি নিয়ে আমি আর কথা বলতে চাই না। রোগীর নিকট থেকে জেনে নেন। আমি বাহিরে যাওয়ার সময় হয়তো ধা’ক্কা লাগতে পারে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা





ডাক্তার মোহাম্মদ হাসানুল বলেন, বিষয়টি আরএমও এর মাধ্যমে জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।