বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুল করে পাঠিয়ে দিলেন অন্যজনের নাম্বারে। আর সেই টাকা চলে গেল এক ভদ্রমহিলার মোবাইলে। সেই টাকা





ফেরত দিতে সূদূর পাড়ি দিয়ে এলেন তিনি। জানা গেছে, গত ১০ নভেম্বর বিকাশে তার আত্মীয়কে টাকা পাঠান স্বল্প আয়ের নজরুল। মাত্র একটি ডিজিট ভুল করায় তার ৩৭ হাজার টাকা ভুল নম্বরে চলে যায়। যার ফলে স্বরূপকাঠিতে যে টাকা যাওয়ার কথা সে টাকা চলে যায়





হারাগাছা রংপুরে। চরম দুশ্চিন্তায় পড়ে যাওয়া নজরুল ছুটে আসে সূত্রাপুর থানায়। আর এই টাকা উদ্ধারের জন্য দায়িত্ব দেয়া হয় এ বিষয়ে অনেকটা দক্ষ এএসআই দীন ইসলাম কে। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশি কার্যক্রম পরিচালনা করে দীন ইসলাম জানতে পারেন, এই টাকা যে মোবাইল নম্বরে গিয়েছে তা ব্যবহার করেন মাসুমা নামের ভদ্রমহিলা। ভদ্রমহিলাকে সবকিছু বুঝিয়ে বলার পর তিনি টাকা ফেরত দিতে





রাজি হন। তার স্বামী গাজীপুরের কোনাবাড়িতে ছোট্ট একটা ওষুধের দোকান করেন। রংপুর থেকে স্বামীর এখানে আসেন। তারপর আজকে আত্মীয়-স্বজনের সঙ্গে চলে আসেন সূত্রাপুর থানায়। টাকার প্রকৃত দাবিদার ব্যক্তিকে টাকাটা উঠিয়ে দিতে। স্বামীর স্বল্পআয়ের সংসারে টানাটানি থাকলেও মাসুমার মধ্যে এই টাকার নিয়ে লোভ দেখা যায়নি।





বরং নজরুলের হাতে টাকাটা উঠিয়ে দেয়ার সময় তার হাসিমুখ সবাইকে মুগ্ধ করেছে। সৎ হতে আসলে ধনী হওয়া লাগে না, লাগে মানসিকতা; সে কথাই প্রমাণ করেছেন মাসুমা নামের এই ভদ্রমহিলা। উল্লেখ্য, একটি দুর্ঘটনায় হাত হা;রিয়ে ফেলা একজন দক্ষ ডুবুরি শ্রমিক নজরুল। কিন্তু কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন না





তিনি। দেশের বিভিন্ন স্থানে বড় বড় নৌ;যান দুর্ঘটনাকবলিত হলে সেসব জায়গায় ডুবুরীর কাজে তার সুনাম রয়েছে।