চাঁদপুর পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) আরিফসহ রাহিমা আক্তার নামে এক নারীকে আদালতের বাথরুম থেকে আপত্তিকর





অবস্থায় আটক করেছে জনতা। পরে তাদের দু’জনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলা জজ আদালতের দ্বিতীয় তলায় বাথরুম থেকে তাদের আটক করা হয়। সূত্রে জানা যায়, রাহিমা আক্তার হাইমচর





উপজেলার মহজমপুর গ্রাম থেকে আসা এক মামলার বিচারপ্রার্থী। ওই নারীর সঙ্গে তার স্বামী শরীফ গাজীর মা’মলা চলমান রয়েছে। শরীফ গাজী তার বিরুদ্ধে দু’টি মামলা করেছেন। রাহিমাও তার স্বামীর বিরুদ্ধে ১টি মামলা করেছেন। বুধবার স্বামীর করা একটি মামলায় আদালতে হাজিরা দিতে আসেন রাহিমা আক্তার। এটিএসআই আরিফ





চাঁদপুর জর্জকোর্টের পুলিশ বিভাগে কর্মরত। তার কাজ জেলখানা থেকে প্রতিদিন আসামিদের আনা-নেওয়া করা। এদিকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরিফকে ক্লোজড করা হয়েছে। বুধবার বিকেলে তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেয়া হয়। পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানান, আরিফকে জেলা পুলিশ লাইনে





যুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্তে আরিফ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।