যুক্তরাষ্ট্রের নিউ;ইয়র্কে স;ড়ক দু;র্ঘট;নায় জাকির হোসেন রুবেল (২৭) নামে এক বাংলাদেশি যুবকের মৃ;ত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৬





ডিসেম্বর) দুপুরে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা;রা যান তিনি। জাকির হোসেন রুবেলের দেশের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাশারপাড় ইউনিয়নের কালারিতা গ্রামে। জানা গেছে, সাইকেলে করে পণ্য ডেলিভেরির কাজ করতেন জাকির। কয়েকদিন





আগে পণ্য ডেলিভেরির কাজ করার সময় দু;র্ঘট;নায় আ;হত হন। পরে তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার মা;রা যান তিনি। উন্নত জীবনের আশায় তিন বছর আগে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র পাড়ি জমান রুবেল। তার অকাল মৃ;ত্যুতে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে নেমে এসেছে শো;কের ছায়ানিউইয়র্কের সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির





কর্মকর্তারা জাকির হোসেন রুবেলের মৃ;ত্যু;তে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।