নরসিংদী জে’লার শি’বপুরে টাকা না পেয়ে এক স্বামী তার স্ত্রী’’র মনমালিন হয় জানা গেছে, প্রায় ১০ বছর আগে সেলিম সরকারের সঙ্গে





কুলসুমের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুক দাবি করে আসছিলেন সেলিম। এ পর্যন্ত বহুবার টাকা দিয়েছে। কিন্তু গত কয়েক দিন আগে আবারও তিন হাজার টাকা চাইলে তিনি তার মে’য়ের জামাইকে টাকা দিতে পারবেন না বলে জানান।





এরপর থেকে তার মে’য়েকে করে আসছিল সেলিম সরকার। পরে গত ৬ ডিসেম্বর শনিবার ১১টার দিকে সেলিম লোকজন নিয়ে শ্বশুরবাড়িতে ভাংচুর করে নগদ৫ লাখ টাকা নিয়ে গেলে জামাই অর্থসহ মালামাল লুট করে নিয়ে গেছে বলে অ’ভিযোগ করেন তার শ্বশুর। এ বিষয়ে শি’বপুর মডেল থা’নার অফিসার





ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, অ’ভিযোগের প্রেক্ষিতে ত’দন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।