দেশের প্রত্যেকে মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর৪ আসনের





সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আজ (শনিবার) বিকালে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্ত্বরে শেখ রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জ’ঙ্গিবা’দ ও মৌ’লবাদ বিরোধী সমাবেশে তিনি এই কথা বলেন। মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ইউনিয়ন, ওয়ার্ড





এমনকি থানা পর্যায়ের প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি দিন। গর্ভনিং বডির নির্বাচিত সদস্যদের মাধ্যমে মাদ্রাসা চালান। এইসব অর্থ কোথা থেকে আসে তা আমরা দেখতে চাই। তিনি মাওলানা মামুনুল হককে ‘মমিনুল হক’ উল্লেখ করে বলেন, মমিনুল হকের মত রা’জাকা’রের সন্তানরা জ’ঙ্গী’দের বিদেশি বা পাকিস্তানি অর্থ কিভাবে পায়? সেই





টাকার উৎস কি, তা সরকারকে খোঁজে বের করতে হবে। তাদেরকে তাদের দেশে পাঠাতে হবে। সূত্রঃ সময়ের কন্ঠস্বর