সারা বিশ্বের সর্ব সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি প্রফেসর ড. নওশাদ আমিন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড





বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা বিজ্ঞানীদের একটি তালিকা প্রকাশ করেছে। ফলিত পদার্থ বিদ্যায় মালয়েশিয়ার যে ১১ জন তালিকায় স্বীকৃতি পেয়েছেন তার মধ্যে প্রফেসর নওশাদও স্থান পেয়েছেন। তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের প্রফেসর। বাংলাদেশে উচ্চ মাধ্যমিকের পর





মূলত জাপানেই উচ্চতর শিক্ষা নেয়া প্রফেসর নওশাদ আমেরিকায় ও ব্রিটেনেও কিছুদিন গবেষণা করেছেন। বর্তমানে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার পাশেই বাঙ্গি শহরে মা দিলারা আমিন, স্ত্রী জান্নাতুল ওয়াসুল ও তিন কন্যাকে (নুসাইবা, যাহরা ও আয়েশা) নিয়েই থাকেন ড. নওশাদ। স্ত্রী জান্নাতুল (তাইরিন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন এ স্নাতক লাভ করলেও স্বামীর কর্মস্থলের কারণে মূলত পরিবারকেই





সময় দিয়ে যাচ্ছেন। প্রফেসর নওশাদ আমিন (সবুজ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামের চিকিৎসক নুরুল আমিন চৌধুরী ও দিলারা আমিনের দ্বিতীয় সন্তান। জন্ম থেকেই চট্টগ্রাম শহরের নন্দন কাননের নানা বাড়িতেই বেড়ে ওঠা হয়। বাবা (প্রয়াত) চিকিৎসক নুরুল





আমিন চৌধুরী স্বাধীনতা উত্তরকালে কর্ণফুলী পেপার মিলের হাসপাতালে প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করেছেন। সাথে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যুদ্ধের সময় আগরতলায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসক হিসেবে ছিলেন বিধায় মুক্তিযোদ্ধার সম্মান/





স্বীকৃতি পান। মা দিলারা আমিন দুই সন্তানের লালন পালনেই জীবন কাটিয়েছেন এবং বর্তমানে মালয়েশিয়াতেই থাকেন।