বিয়ের পিঁড়িতে বসা হলো না মালয়েশিয়া ফেরত জামিল হাসান চঞ্চলের (২৩)। বৃহস্পতিবার দুপুরে সাভার এনাম মেডিকেল হাসপাতালে





চিকিৎসাধীন অবস্থায় চঞ্চলের মৃ’ত্যু হয়। এর আগে, ৬ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজে”লার আইসড়া বাজারে এক দু’র্ঘটনা ঘ’টে।
জানা যায় গেলো ৬ ডিসেম্বর ছিল তার গায়ে হলুদ। ৭ ডিসেম্বর বিয়ে। এই শুভলগ্ন আসার কয়েক ঘণ্টা আগেই বিয়ের বাজার করে আইসড়া





বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে বাজারের পশ্চিম পাশে বেটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা চলন্ত সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সরসরি মুখোমুখি সং’ঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে সিএনজি’র সামনের গ্লাসের সঙ্গে মুখ থুবড়ে পড়ে। এতে চঞ্চলের মুখ ও মাথার সমনের অংশ থেতলে যায়। খবর পেয়ে স্থানীয় বন্ধু ও স্বজনরা গুরুতর আ’হত অবস্থায়





টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল হসপিটালে নিয়ে যায়। সেখানে সাত ডিসেম্বর অ’স্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়। দীর্ঘ চার দিন মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশে’ষে মৃ’ত্যুর কাছে হেরে বৃহস্পতিবার ১১টার





দিকে চলে যান না ফেরার দেশে। নি’হত চঞ্চল টাঙ্গাইলের বাসাইল উপজে’লার ফুলকি ইউনিয়নের আইসড়া পশ্চিমপাড়া (খালের পাড়) এলাকার ইউসুফ আলীর একমাত্র ছেলে। তার মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আ’ল ইমরান আরিফ। জানা যায়, গেলো দেড় মাস আগে চঞ্চল মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসে। মাত্র কয়েক দিন আগেই পার্শ্ববর্তী কালিহাতি





উপজে’লার গোলড়া গ্রামের মজনু মিয়ার প্রথম কন্যার সঙ্গে বিয়ে রেজিস্ট্রি হয় ৭ ডিসেম্বর বিবাহ সম্পন্নের কথা ছিল। তার আগেই সবাইকে কাঁ’দিয়ে চলে গেল পরপারে। তার এ অ’নাকাঙ্খিত ও অকাল মৃ’ত্যুতে বাড়িতে চলছে শোকের মাতম। তার বন্ধু মহলসহ এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। এদিকে বৃহস্পতিবার চঞ্চলের ম’রদেহ দেখতে আসার সময় আইসড়া বাইপাস রাস্তায় বেটারিচালিত অটোরিকশা উল্টে তার চাচাত বোন আ’হত হন। তাকেও গুরুতর আ’হত অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে





ভর্তি করা হয়েছে।এদিকে বিয়ের প্রাক্কালে বরের এমন ম’র্মান্তিক মৃ’ত্যুর শোকে বারবার অ’জ্ঞান হয়ে পড়ছেন কনে।