বছরখানেকের মেয়েকে মৃ’ত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে আত্মবলিদান দিলেন বাবা। ম’র্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রী বিশালাক্ষী





তলায়। মৃ’তের নাম সুভাষ পান্ডা। পেশায় রেলকর্মী। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের মতো এদিনও সকালে ১ বছর ৩ মাসের কন্যাস’ন্তানকে নিয়ে সুভাষবাবু ছাদে উঠেছিলেন রোদ পোহাতে। ছাদে মেয়ের সঙ্গে খেলছিলেন তিনি। সেইসময়ই ঘটে যায় ম’র্মান্তিক ঘটনা।





খেলতে খেলতেই ব্যালেন্স হা’রান সুভাষবাবু। দেড় বছরের শি’শুস’ন্তান হাত থেকে নীচে পড়ে যাওয়ার উপক্রম হয়। ২-তবে কোনওরকমে মেয়েকে বাঁচিয়ে নেন তিনি। হাতে থাকা মেয়েকে কোনওভাবে ছাদের ভিতরের দিকে ছুড়ে দেন। প্রা’ণে বেঁচে যায় শি’শুটি।কিন্তু নিজেকে আর সামলাতে পারেননি সুভাষবাবু। ব্যালেন্স হা’রিয়ে পা হড়কে ছাদ থেকে নীচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই প্রা’ণ হা’রান সুভাষ পান্ডা। দু’র্ঘটনার





সঙ্গে সঙ্গেই ছুটে আসেন শি’শুটির মা থেকে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে আসে পুলিসও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনই ছাদে উঠে মেয়েকে নিয়ে খেলতেন সুভাষবাবু। ৩-ছাদের পাঁচিল অনেকটা ছোট। কখনও পাঁচিলে বসে, কখনওবা কার্নিশে বসেও মেয়েকে নিয়ে খেলতে দেখেছেন তাঁরা। এদিন কোলে নিয়ে ‘নাচানো, ছুড়ে ছুড়ে’ খেলার সময়ই বিপত্তি ঘটে। তড়িঘড়ি শি’শুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে,





সেখানেই তার চিকিত্সা হয়। অন্যদিকে বাবার দেহ উ’দ্ধার করে নিয়ে যায় পুলিস। ঘটনায় এলাকায় শো’কের ছায়া নেমে এসেছে।