সংযুক্ত আমিরাতের আবুধাবি প্রবেশের ক্ষেত্রে করোনা টেস্ট এর জন্য আজ ২৪ ডিসেম্বর হতে কার্যকর হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যেসব





পরিবর্তন আনা হয়েছে তা নিচে দেওয়া হল : আরব আমিরাতের অন্য অঞ্চল হতে আবুধাবি আসার জন্য করা নেগেটিভ কোভিড টেস্ট রেজাল্টের মেয়াদ বাড়ানো হয়েছে । আগে আবুধাবি আসার জন্য করা DPI/PCR test এর মেয়াদ ছিল ৪৮ ঘন্টা, এখন তা পরিবর্তন করে





বাড়িয়ে ৭২ ঘন্টা করা হয়েছে । সুতরাং এখন থেকে আপনাকে টেস্ট সম্পন্ন করার ৭২ ঘন্টার মধ্যে আবুধাবি সীমান্ত চেকপয়েন্ট অতিক্রম করতে হবে। আবুধাবি প্রবেশ করে ৬ দিনের বেশি আবুধাবি অবস্থান করলে আপনাকে অবশ্যই আর একটি PCR test দিতে হবে।
আগে আবুধাবি প্রবেশের চতুর্থ ও অষ্টম দিনে আপনাকে দুটি পিসিআর টেস্ট করতে হতো। এখন তা কেবল ৬ষ্ঠ দিনে একটি করতে হবে।





যারা আবুধাবি থেকে বাইরে অন্য অঞ্চলে বের হবেন : আমিরাতের রেসিডেন্স ভিসাধারী কিংবা ট্যুরিস্ট ভিসাধারী আন্তর্জাতিক ট্রাভেলার তাদের মধ্যে যারা কোভিডের জন্য “গ্রীন কান্ট্রি” র তালিকাভূক্ত দেশ থেকে কোভিড নেগেটিভ রেজাল্ট নিয়ে আসবেন , তাদের এখন থেকে কোন কোয়ারেন্টিন থাকার প্রয়োজন হবে না।





তবে আবুধাবি ল্যান্ড করার পর তাকে অবশ্যই এয়ারপোর্টে PCR test করতে হবে এবং তাতে নেগেটিভ রেজাল্ট আসতে হবে। এছাড়া বাংলাদেশ সহ অন্য দেশগুলো থেকে আসা সবাইকে এখন থেকে সর্বোচ্চ ১০ দিন সেল্ফ আইসোলেশান বা কোয়েরেন্টিন থাকতে হবে। ৮ম দিনে টেস্ট করানোর পরে তাকে কোভিড নেগেটিভ রেজাল্ট পেতে হবে।





ন্যাশনাল ভেকসিনেশন প্রোগ্রামে অংশগ্রহণকারী এবং ফেইস-থ্রী ক্লিনিক্যাল ট্রায়ালস এ যারা অংশগ্রহণ করেছেন, যাদের Al Hosn Apps এ যাদের গোল্ডেন স্টার বা E আইকন থাকবে তাদের অন্য দেশ থেকে ফেরার সময় কোনরকম কোয়ারেন্টিনে থাকতে হবে না। আরব আমিরাতে





সকলের সুবিধার জন্য আবুধাবির এন্ট্রি পয়েন্টের কাছে কোভিড টেস্টিং বা ট্রেসিং সেন্টার এর সংখ্যা বাড়ানো হচ্ছে।