তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান





এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সম্ভব না’ কে ‘সম্ভাবনায়’ রূপান্তর করেছেন। আর সেই পথ অনুসরণ করেই তরুণদের সঙ্গে নিয়ে দেশ ও রাষ্ট্রবিরোধী সাইবার যুদ্ধ জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিমন্ত্রী শুক্রবার (২৫ ডিসেম্বর) বঙ্গবন্ধু





শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইনে অনুষ্ঠিত সুশিক্ষায় স্বপ্ন বুননের প্ল্যাটফর্ম ড্রিম ডিভাইজার আয়োজিত ‘১০০ পর্বের অনলাইন কুইজ’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় ড্রিম ডিভাইজার প্রতিষ্ঠাতা গোলাম রাব্বীর সভাপতিত্বে





অনুষ্ঠানে সংগঠনের সহপ্রতিষ্ঠাতা ফাতিহা তাসনীম, শাহীদ শাওন, বিজয় দেসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠনটির সদস্যরা সংযুক্ত ছিলেন। প্রতিমন্ত্রী তরুণদেরকে বঙ্গবন্ধুর রোজনামচা, আমার দেখা নয়া চীন বই পড়ে রাজনৈতিক বা রাষ্ট্রীয় পর্যায় ছাড়াও ব্যক্তিগত জীবনেও বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ লালনের পরামর্শ দেন। একই সঙ্গে তাদেরকে





আইসিটি বিভাগের স্কুল অব ফিউচারে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে থেকেই আউটসোর্সিং করে লক্ষাধিক টাকা আয়ে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের সুপরামর্শ ও দিকনির্দেশনা না থাকলে করোনা মহামারিতে এত দ্রুত আমরা নতুন পরিস্থিতির সঙ্গে খাপ





খাইয়ে নিতে পারতাম না। শিক্ষা, স্বাস্থ্য, সরবরাহসহ সবকিছু সচল রাখা সম্ভব হতো না বলেও তিনি উল্লেখ করেন।