সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উপর আবার বাড়ালো নিষেধাজ্ঞার সময়সীমা । নিষেধাজ্ঞা দ্বিতীয় ধাপে ১ জানুয়ারী ২০২১ পর্যন্ত





জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটসমূহের সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। আরো পড়ুন >>> সৌদি আরবের জেদ্দায় কোভিড ভ্যাকসিন





প্রদান চালু জেদ্দায় কোভিড ভ্যাকসিন প্রদান শুরু হওয়ার সকল প্রস্তুতি শেষ হয়েছে গতকাল (২৪ ডিসেম্বর)।মূলত অপেক্ষাটি ছিল ফাইজারের ক’রোনাভাইরাস ভ্যাকসিনের শিপমেন্ট জেদ্দায় পৌঁছানোর।অবশেষে বিগত ২৩ ডিসেম্বর করোনা ভ্যাকসিনের শিপমেন্ট দাম্মামে এসে পৌছায়। ফলে আশা করা হচ্ছে যে আগামী ২৭ ডিসেম্বর( রবিবার) থেকে এই ভ্যাকসিন





বিতরণ জেদ্দায় শুরু হতে যাচ্ছে। সৌদি গণমাধ্যম এই ভ্যাকসিন বিতরণ কর্মকান্ড খুব ভাল করে পর্যবক্ষনে রয়েছে। কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএআইএ) দক্ষিণ টার্মিনালের যাত্রীবাহী লাউঞ্জে একটি নির্ধারিত স্থানে সর্বপ্রথম একজন সৌদি নাগরিকের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। তাঁর বয়স ষাটের কিছু বেশি বলে দৈনিক সৌদি গেজেট নিশ্চিত করেছে।শুধুমাত্র তাঁরাই এখন ভ্যাকসিন পাবে





যারা সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ে নিজেদের নাম ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছিল। সৌদি স্বাস্থ্যমন্ত্রী আল রাবিয়াহ বলেন- ” আল্লাহর অশেষ রহমতে সৌদি আরবের দ্বিতীয় ক’রোনাভাইরাস ভ্যাকসিন কেন্দ্র তৈরি হয়েছে। আল্লাহর ইচ্ছায় সমগ্র সৌদি আরবে ক’রোনাভ্যাকসিন কেন্দ্র চালু করা হবে।” আল রাবিয়াহ সকলকেই “সেহাটি” অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণের জন্য





তৈরি হওয়ার অনুরোধ করেন। সৌদি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. হানি জউখাদার জানান যে জানুয়ারির মাঝে সৌদি আরবের সকল অঞ্চলেই করোনা ভ্যাকসিন কেন্দ্র খোলা হয়ে যাবে এবং যারা যারা “সেহাটি” অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন তাঁরা সকলেই এসএমএসের মাধ্যমে নিজেদের শিডিউল পেয়ে যাবেন। ওই শিডিউল মোতাবেক তাদের ভ্যাকসিন প্রদান করা হবে। তিনি আরো জানান যে এ পর্যন্ত ৫ লক্ষেরও বেশি সৌদি নাগরিক করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন।





সৌদি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. হানি জউখাদার সৌদি আরবের দুই পবিত্র মসজিদের অভিভাবক সৌদি বাদশাহ কিং সালমান ও মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবে ভ্যাকসিন বিতরণের সকল আয়োজন সম্পন্ন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। এই ভ্যাকসিন নেবার জন্য নিবন্ধিত সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য এই পাঁচশতাধিক ক্লিনিক কার্যকর থাকছে বলে জানা যায়।





সেহাটি অ্যাপের মাধ্যমে আবেদনের মাধ্যমে নিবন্ধিতদের সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে কার্যকর করার জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করেছে। উল্লেখ্য যে ডাঃ আল-রাবিয়াহ বিগত ১৫ ডিসেম্বর সৌদি আরবে ভ্যাকসিনের প্রথম ব্যাচের আগমনে ঘোষণা প্রদান করেছিলেন। তিনি নাগরিক ও প্রবাসীদের পাশাপাশি সংস্থাগুলির সতর্কতামূলক





ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকল প্রয়োগের প্রশংসা করে বলেছিলেন যে সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করছে। সৌদি আরবে বসবাসকারী সকল সৌদি নাগরিক ও প্রবাসী এখানে ক্লিক করে সেহাটি অ্যাপটি নিজেদের মোবাইল ডিভাইসে ডাউনলোড করে কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। সৌদি আরবে বিগত ২৪ ডিসেম্বর





তারিখে নতুন করে শনাক্ত করা হয়েছে ১৮৯ জন ক’রোনা রোগী। এছাড়াও আজ আ’ক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন করোনা রোগী। সৌদি আরবে আজ নতুন করে শনাক্ত করা হয়েছে ১৮৯ জন করোনা রোগী। এছাড়াও আজ আ’ক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯০ জন ক’রোনা রোগী। আজ মৃ’ত্যুবরণ করেছেন ১১ জন। সৌদি আরবে এখন পর্যন্ত মোট ক’রোনাভাইরাসে আ’ক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬১ হাজার





৭২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫২ হাজার ৬০৮ জন। মোট মৃ’ত্যুবরণ করেছেন ৬ হাজার ১৬৯ জন। সৌদি আরবে বর্তমানে ক’রোনাভাইরাসে আ’ক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯৫৮ জন। এর মাঝে গুরুতর ৩৮০ জন। বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় ক’রোনা ভাইরাসে নতুন করে আ’ক্রান্ত হয়েছে আরো ৬ লক্ষ ৮৩ হাজার ২৪৯ জন । গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশী আ’ক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ২ লাখ ৩২ হাজার ৩৪২ জন। এছাড়াও এখন পর্যন্ত ক’রোনা থেকে সুস্থ হয়েছে বিশ্বজুড়ে ৫ কোটি ৫৬ লক্ষ ৪৮ হাজারের বেশী মানুষ। অন্যদিকে, বিশ্বজুড়ে





ক’রোনা ভাইরাসে এখন পর্যন্ত মৃ’ত্যু হয়েছে ১৭ লক্ষ ৩৭ হাজার। ভাইরাসটিতে আ’ক্রান্ত আরো ৭ কোটি ৯০ লাখ ৫৭ হাজারের বেশী। গতকাল বিশ্বজুড়ে মা’রা গেছে ১৩ হাজার ৪২৯ জন, এর আগের দিন যা ছিল ১৩,১৮০ জন। বিশ্বজুড়ে ক’রোনা চালাচ্ছে তাণ্ড’ব । ইউরোপে ক’রোনা ভাইরাসের প্রকোপ আবারো পুরোদমে চলছে । এছাড়াও এখন ব্রাজিল,ফ্রান্স, জার্মানী, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, ইরান, ইতালি, আর্জেন্টিনা, ভারত, মেক্সিকো, কলাম্বিয়া, আর্জেন্টিনা ও রাশিয়া ক’রোনার হটস্পট। পৃথিবীতে এখন প্রায় সবগুলো দেশেই ক’রোনার





আক্রমন হয়েছ। কম ক্ষ’তিগ্রস্ত দেশের তালিকায় মায়ানমার, অস্ট্রেলিয়া, সিরিয়া, উরুগুয়ে, নিউজিল্যান্ড রয়েছে।