বৃ’দ্ধা মায়ের ভরণ-পোষণের দায়িত্ব নিতে চান না তার তিন ছেলে। অবশেষে মাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফে’লে দিলেন ছেলে ও





পুত্রবধূরা। বিকেল থেকে রাত পর্যন্ত মা রাস্তায় পড়ে ছিলেন। খবর মেয়ে বৃ’দ্ধার মেয়ে ও নাতি ছুটে আসেন। কিন্তু তাদের অনুরোধেও মাকে ঘরে তুলছেন না ছেলেরা। বৃ’দ্ধার তিন ছেলে ও তাদের স্ত্রী কিছুতেই মাকে ঘরে তুলতে রাজি নন। অবশেষে বা’ধ্য হয়ে জাতীয় জরুরি সেবা





৯৯৯-এ ফোন করেন বৃ’দ্ধার নাতনি। পরে পুলিশ এসে এক ছেলের বাড়িতে আপাতত বৃ’দ্ধাকে রেখেছেন। এমন ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজে’লার সাদুল্যাপুর (দামপাড়া) গ্রামে। রোববার বিকেলে বৃ’দ্ধা সখিনা বেওয়াকে বাড়ি থেকে বের করে রাস্তার ফে’লে রাখা হয়। সখিনা ওই গ্রামের মৃ’ত আজগর আলীর স্ত্রী।সোমবার রাত পৌনে ১২ টার দিকে শিবগঞ্জ থানার পরিদর্শক হরিদাস মণ্ডল জানান,





বৃ’দ্ধা সখিনা বেওয়াকে আপাতত তার এক ছেলের বাড়িতে রাখা হয়েছে। পরে তার বি’ষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।