দুই দফায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর অবশেষে ৩ জানুয়ারি (রোববার) থেকে চালু হতে যাচ্ছে সৌদি আরবের সকল আন্তর্জাতিক





ফ্লাইট। এর আগে, ডিসেম্বর মাসের ২০ তারিখে নতুন ধরনের ক’রো’নাভাই’রা’সের সং’ক্র’মণ রোধে ১ সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছিল সৌদি আরব। এরপর আরো ১ সপ্তাহের জন্য গত ( ২৭ ডিসেম্বর) থেকে আগামী ০৩ জানুয়ারি পর্যন্ত সকল আন্তর্জাতিক





ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় তারা। অবশেষে আজ থেকে স্বাভাবিক হবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে ৩ জানুয়ারি থেকে চালু হচ্ছে সৌদি আরবের সকল আন্তর্জাতিক ফ্লাইট। এর ফলে স্বাভাবিক সময়ের মত আকাশপথের পাশাপাশি সৌদি আরবের সকল স্থল এবং নৌপথও খুলে যাচ্ছে। এর আগে, দুই দফায় দুই সপ্তাহের জন্য





আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছিল সৌদি আরব। প্রথম দফায় গত ডিসেম্বর মাসের ২০ তারিখে নতুন জাতের ক’রো’নাভা’ইরা’সের সং’ক্র’মণ রোধে ১ সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছিল সৌদি আরব। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরো ১ সপ্তাহের জন্য ( ২৭ ডিসেম্বর) থেকে আগামী ০৩ জানুয়ারি পর্যন্ত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় সৌদি কর্তৃপক্ষ। যার ফলে গত





দুই সাপ্তাহ সৌদি আরবের বাহিরে থেকে কেউ সৌদি আরবে আসতে পারেন নি।অন্যদিকে, কো’ভি’ডের দ্বিতীয় ওয়েভ এর হাওয়া লেগেছে প্রায় পৃথিবীর সকল দেশেই। এর মাঝে নতুন আতঙ্ক হিসাবে আবির্ভূত হয়েছে নতুন জাতের এক করোনাভাইরাস। যা ইংল্যান্ড থেকে পৃথিবীর প্রায় সকল দেশেই ছড়িয়ে পড়ছে।এটি আগের ক’রো’নাভা’ইরা’সে’র থেকেও ৭০% অধিক গতিতে ছ’ড়ি’য়ে পড়ছে।





ইংল্যান্ডের একটি অংশে এটির অস্তিত্ব পাওয়ার পর এটি বর্তমানে সমগ্র ব্রিটেনে ছড়িয়ে পরে শেষতক অস্ট্রেলিয়াতেও নিজের অস্তিত্বের কথা জানান দিয়েছে।অনেক দেশ ইতিমধ্যেই ব্রিটেনের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য , যে সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিলো আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দেশটির সকল কার্যক্রম ক’রো’না পূর্ববর্তী সময়ের মত স্বাভাবিকভাবে শুরু করবে। কিন্তু দুই সাপ্তাহ ফ্লাইট বন্ধের ফলে সবকিছু স্বাভাবিক হবার যে পক্রিয়া সেই পক্রিয়া বিল’ম্বিত হয়। এবার নতুন ঘোষণা অনুয়াযী





৩ জানুয়ারি থেকে ফ্লাইট চালু হতে যাচ্ছে। তাই ধারণা করা হচ্ছে এখন থেকে স্বাভাবিককরণের কাজ পুনরায় শুরু হবে।