কাতারের একমাত্র স্থলসীমান্ত আবু সামরা বর্ডারের ওপারে সৌদিআরব। আগামীকাল ৫ জানুয়ারি সৌদিআরবে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেই





সম্মেলন থেকে দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলমান কাতার সংকট সমাধানের ঘোষণা আসতে পারে। তাই কাতার-সৌদির এই সীমান্ত খোলার প্রস্তুতি নিচ্ছেন দু দেশের কর্মকর্তারা। কাতারের বিশেষ কিছু সূত্রে এই খবর জানা গেছে। এমনকি সব ঠিক থাকলে আর কিছুক্ষণ পরই কুয়েত একটি বিশেষ ঘোষণা প্রকাশ করতে





পারে আগামীকালের সম্মেলন নিয়ে। গত ২০১৭ সালের ৫ জুন এই সীমান্ত বন্ধ করে দেয় সৌদিআরব ও কাতার। সে সময় কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় আরব আমিরাত, বাহরাইন ও মিসরও। ইতোমধ্যে আজ সন্ধ্যায় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী কুয়েতের আমিরের বিশেষ পয়গাম নিয়ে দোহায় এসে দেখা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সাথে।





তবে ঠিক কখন থেকে দু দেশের এই সীমান্ত খূলে দেওয়া হবে, তা এখনো কোনো পক্ষ নিশ্চিতভাবে ঘোষণা করেনি।