সিলেটী স্বপ্নবাজ যু’বক জামিল ছু’টেছি’লেন সুখের সন্ধানে। নিজের আর্থ-সামাজিক পরিস্থিতিকে আরও সমৃদ্ধ করতে পাড়ি জমাতে চেয়েছিলেন





স্বপ্নের মহাদেশ ইউরোপে। কিন্তু ভাগ্য তার দিকে বাড়িয়ে দেয়নি সহায়তার হাত। পথিমধ্যে প্র’চ’ণ্ড ঠা’ন্ডায় বরফস’মাধি হতে হলো জামিল আর তার স্বপ্নকে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই গ্রামের মাওলানা আব্দুল হান্নান কলা মিয়ার দ্বিতীয় ছেলে





জামিল আহমদ (৩৮)। ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে প্র’চ’ন্ড ঠা’ন্ডায় মা.রা যান তিনি। রোববার (২৭ ডিসেম্বর) সকালে তার মৃ.ত্যু.র খবর পরিবারের কাছে আসে। পারিবারিক সূত্র জানায়, জামিল প্রায় ৪ বছর আগে বাংলাদেশ থেকে ওমানে পাড়ি জমান। এরপর ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে ওমান থেকে ইরান এবং ইরান থেকে সড়কপথে তুরস্কে যাওয়ার পথে প্রচন্ড ঠা.ন্ডা.য়





তার মৃ.ত্যু ঘটে। জামিল আহমদের ছোট ভাই মাওলানা কবির আহমদ মৃ.ত্যু.র বিষয়টি নিশ্চিত করেছেন।