ইরানের জেনারেল কাশেম সোলাইমানি হ”ত্যাকা’ণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বি’রু’দ্ধে গ্রেফ’তারি





পরো’য়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। খবর সিজিটিএন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাগদাদের একটি তদন্ত আদালত ট্রাম্পের বি’রু’দ্ধে ওই পরো’য়ানা জা’রি করে। এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে মার্কিন ড্রোন হা’মলায় ইরানের জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের শীর্ষ কমান্ডার মাহদি আল মুহান্দিসের মৃ”ত্যু হয়।এদিকে, ইরাকের





সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে – মাহদি আল মুহান্দিসের পরিবারের অভি’যোগের ভিত্তিতে এই হ”ত্যা মামলায় ট্রাম্পের বি’রু’দ্ধে গ্রেফ’তারি পরো’য়ানা জা’রি করা হয়েছে। পাশাপাশি, ওই হ”ত্যাকা’ণ্ডের অধিকতর তদন্ত চলমান রয়েছে বলেও জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে। এ ব্যাপারে ভারতের শীর্ষ দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, ট্রাম্পের বি’রু’দ্ধে জা’রি করা ওই গ্রেফ’তারি পরো’য়ানা





বাস্তবে কার্যকর সম্ভব নয়। কিন্তু, হ”ত্যাকা’ণ্ডের বি’রু’দ্ধে প্রতীকী অবস্থান হিসেবে এই পরো’য়ানা প্রকাশ করা হয়েছে।