দীর্ঘ সাড়ে তিন বছর পর উপসাগরীয় দেশ সৌদি আরবের বিমানবন্দরে নেমেছে কাতারের বিমান। এর মাধ্যমে দুই দেশের সংকটের অবসান





হলো। পুনরায় সম্পর্ক স্থাপনের চুক্তির পর একে অপরের জন্য সীমান্ত খুলে দেয়। গ্রিনউইচ সময় অনুযায়ী সোমবার ১১টায় কাতারের রাজধানী দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমান উড্ডয়ন করে।বারোটায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংস্থাটি





জানিয়েছে, এর মাধ্যমে রিয়াদে তাদের নিয়মিত ফ্লাইট চালু হলো। দোহা থেকে বিমানটি উড্ডয়নের সময় বিমানকর্মীদের ছবি ও ভিডিও তোলার হিড়িক পড়েছিল বলে জানিয়েছেন এএফপির সংবাদদাতা।
আরো পড়ুন: স্বামী-স্ত্রীর কাউন্সিলর হওয়ার হ্যাট্রিক, এবারো আশাবাদী তারা
স্বামী মির্জা আবুল কালাম কাউন্সিলর আর স্ত্রী আসমা আক্তার সংরক্ষিত নারী কাউন্সিলর। একবার নয়, একাধিকবার জনগণের ভোটে নির্বাচিত





হয়ে দায়িত্ব পালন করছেন এই দম্পতি। সেই ধারাবাহিকতায় এবারও তারা বিজয়ী হওয়ার লক্ষে নিজ নিজ ওয়ার্ডে প্রার্থী হিসেবে লড়ছেন। তাদের আশাবাদ এবারো তারা জনগণের রায়ে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।ময়মনসিংহের মুক্তাগাছা পৌর নির্বাচনে ভোটের মাঠে





লড়ছেন এই দম্পতি। স্বামী মির্জা আবুল কালাম মুক্তাগাছা পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমান পৌর পরিষদের এই কাউন্সিলর এবারো নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে উটপাখি প্রতীক নিয়ে লড়ছেন। স্ত্রী আসমা আক্তারও টানা তিনবার পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত





কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমান পরিষদের এ নারী কাউন্সিলর এবারও নির্বাচন করছেন চশমা প্রতীক নিয়ে।মুক্তাগাছার ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মির্জা আবুল কালাম উটপাখি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি এবারো জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। এর আগে





তিনি ১৯৯৩ সালে প্রথবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এরপর মাঝখানে একবার পরাজিত হন। বাকি চারবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে স্ত্রী আসমা আক্তারও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে





নির্বাচনে লড়াই করছেন। এর আগে টানা তিনবার বিপুল ভোটের ব্যবধানে সংরক্ষিত মহিলা আসনে বিজয়ী হন তিনি।