কুয়াশার চাদরে ঢাকা রাত ১১টার দিকে উপজে’লার প্রত্যন্ত অঞ্চলে হাজির ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ই’নচার্জ ওসি বোরহান





উদ্দিন খান। ঘরের দরজায় গিয়ে কড়া নেড়ে বলেন, ঘরে কেউ আছেন? বাবারে ওঠেন আমি আপনাদের ওসি। একটি কম্বল দিতে এসেছি। দরজা খুলতেই ওসি বোরহান উদ্দিন খান নিজের হাতে কম্বল তুলে দেন শীতার্তদের হাতে। রবিবার (১৭ জানুয়ারি) রাতে প্রত্যন্ত গ্রামের প্রকৃত





অ’সহায় ও অনেকেই আছেন ভিক্ষাবৃত্তি করে জিবন যাপন করেন এসব শীতার্ত মানুষদের খুঁজে তাদেরকে কম্বল দেন তিনি। রাতে ওসির কাছে কম্বল পেয়ে খুশি দুস্থরা। কম্বল পেয়ে জমিলা বলেন, স্যার এত শীতের মাঝে আইছে এইডাইতো বেশী, স্যারের লাইগা দোয়া করি আল্লাহ ভালা রাখবো। আলাল উদ্দিন কম্বল পেয়ে তিনি বলেন সুখে শান্তিতে আল্লাহ রাখবো।





এ সময় তিনি বিডি২৪লাইভকে বলেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস হত না, তারা কতটা ক’ষ্ট করে জীবন যাপন করেন। আমাদের সকলের উচিত, সামর্থ্য মত এসব অ’সহায়, দুস্থ ও হত দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানো। এসময় তার সাথে উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এস আই মো. নজরুল ইসলামসহ এএসআই আখতারুজ্জামান ও এএসআই মো. মনিরুল ইসলাম প্রমুখ।





কুয়াশার চাদরে ঢাকা রাত ১১টার দিকে উপজে’লার প্রত্যন্ত অঞ্চলে হাজির ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ই’নচার্জ ওসি বোরহান