গাজীপুরের কাশিমপুর কা’রাগা’রে হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সঙ্গে এক নারীর অ’ন্তর’ঙ্গ সময় কা’টা’নোর বিষয়ে





স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এটি জ’ঘ’ন্য কাজ। কা’রাগারে এসব নি’ষি’দ্ধ শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব কা’রাগা’রে’র জন্য এটি সত’র্ক বার্তা। যারাই এর স’ঙ্গে জ’ড়িত থাকবে, তারাই শা’স্তির আওতায়





আসবে। কেননা এটি জঘ’ন্য’তম অ’পরা’ধ। তিনি বলেন, এর পেছনে যারা দা’য়ী প্রাথমিকভাবে তাদের সকলকে প্র’ত্যাহা’র করতে বলা হয়েছে। মন্ত্রণালয় থেকে একটি তদ’ন্ত কমিটিও করতে বলা হয়েছে। কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সঙ্গে কা’রাগা’রের ভেতরে





কারা কর্মকর্তার ক’ক্ষে নারীস’ঙ্গের অ’ভিযো’গ ওঠে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গাজীপুরের কাশিমপুর কা’রাগা’রের ডেপুটি জেলারসহ তিন জনকে প্র’ত্যাহার করে কারা অধিদফতর। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কাশিমপুর কে’ন্দ্রীয় কা’রা’গার-১ এর ডেপুটি জেলার মো. গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর আব্দুল বারী এবং সহকারী প্রধান কা’রার’ক্ষী মো. খলিলুর রহমান। প্রসঙ্গত, ৬ জানুয়ারি





গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কা’রা’গার-২ এর ভেতরে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীরের শ্যালক একজন নারীর সঙ্গে অ’ন্তর’ঙ্গ সময় পার করেন। এতে সহযোগিতা করেন ওই কা’রাগা’রের সিনিয়র জেল সুপার র’ত্না রায়সহ বেশ কয়েকজন কর্মকর্তা। এ নিয়ে কা’রাগা’রের মধ্যে তো’লপা’ড় শুরু হলে কারা অধিদফতর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।





একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে ফুটেজটি প্রকাশিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৬ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কা’রাগা’রের পার্ট-১ এ আ’ট’ক হলমার্ক কে’লেঙ্কা’রির হো’তা মালিকতানভীরের ভায়রা, কোম্পানির জিএম তুষারের সাথে এক নারী সাক্ষাৎ করেন। ডেপুটি জেলার সাকলাইন সাক্ষাতের অনুমতির জন্য ১২টা ২২ মিনিটে সুপারের রুমে প্রবেশ করেন। সুপারের রুম থেকে অনুমতি নিয়ে ১২টা ৪০ মিনিটে বের হন সাকলাইন। ১২টা ৫৬ মিনিটে ওই নারী কা’রাগারে প্রবেশ করেন।





সিসিটিভিতে দেখা যায়, ডেপুটি জেলার সাকলাইন ১২টা ৫৭ মিনিটে কা’রাগা’রের ভেতরে প্রবেশ করে ১টা ০৪ মিনিটে
তুষারকে সাথে নিয়ে ওই নারীর সাথে সাক্ষাৎ করতে একটি ক’ক্ষে নেন। ১টা ১৫ মিনিটে জেল সুপার কা’রাগা’র থেকে বের হয়ে যান। এরপর তুষার একটি কক্ষে প্রায় ৪৬ মিনিট সময় কাটায় ওই নারীর সাথে।