নিউইয়র্কে ব্যাপক তুষারপাতের কারণে ৩১ জানুয়ারি সন্ধ্যা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ছয়টা পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে নগর কর্তৃপক্ষ।





তবে এর কারণে থেমে নেই নগর জীবন। সার্বক্ষণিক চলাচল করছে সরকারি গাড়ি ও খোলা আছে নিত্যপ্রয়োজনীয় দোকান। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকের মুঠোফোনে পৌঁছে যাচ্ছে এই ক্ষুদে বার্তা। নিউইয়র্ক শহর মেয়র বিল ডা ব্লাজিও জরুরি অবস্থা ঘোষণা





করে বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত। ব্যক্তিগত গাড়ি বন্ধ থাকবে। যত খারাপ অবস্থাই হোক আমরা আপনাদের সঙ্গে আছি। স্থানীয় সময় সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, সরকারি ট্রেনে প্রতিদিনের মতো ভিড়। গ্রোসারি ও ব্রেকফাস্টের দোকান খোলা রয়েছে। সরকারি ট্রেন যাত্রী মেক্সিকান





বংশোদ্ভূত এঞ্জেল বলেন, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি তুষারপাতের কারণে কাজে না গেলে আমি টাকা পাব না, তারপরও আমার চলে যাবে। কিন্তু আমি যাদের খাবার ডেলিভারি দেই, তারা কি খেয়ে বেঁচে থাকবে। যদি আমার মতো সব ডেলিভারি ম্যান কাজে না যায়।





নিউইয়র্কে ব্যাপক তুষারপাতের কারণে ৩১ জানুয়ারি সন্ধ্যা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ছয়টা পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে নগর কর্তৃপক্ষ।