সোমবার মিয়ানমারের ক্ষমতা দ’খল করে দেশটির সে’নাপ্রধান এশিয়ায় চীনের স্বৈরতান্ত্রিক মডেলের বি’রোধিতা মো’কাবিলায় যুক্তরাষ্ট্রের





প্রে’সিডেন্ট জো বাইডেনকে একটি পরীক্ষায় ফে’লে দিয়েছেন। মা’র্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে একথা তুলে ধরেছে। এই বছর বা’ধ্যতামূলক অবসরে যাবেন জেনারেল মিন অং হ্লাং। রো’হিঙ্গাদের ও’পর গণহ’’ত্যা পরিচালনার অ’ভিযোগে তার বি’রুদ্ধে





নি’ষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু চীন তাকে সম্মান জানিয়েছে। গত মাসে এক ৬৪ বছরের জেনারেলের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উভ’য় দেশকে ‘ভাই’ বলে উল্লেখ করেন এবং মিয়ানমার সে’নাবা’হিনীর ‘জাতীয় পুনরুজ্জীবনের’ প্রশংসা করেছেন। ‘ড্রাগন’স শ্যাডো: সাউথইস্ট এশিয়া ইন দ্য চাইনিজ





সেঞ্চু’রি’ বইয়ের লেখক সেবাস্টিয়ান স্ট্রাঞ্জিও বলেন, নিশ্চিতভাবে অভ্যুত্থানের মূল্য দিতে হবে। কিন্তু সে’নাবা’হিনী মনে করছে তা শোধ করতে পারবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়ে দিয়েছে চীনের ক্রমবর্ধমান শক্তি, পশ্চিমে গণতান্ত্রিক বিপথগামীতা এবং যুক্তরাষ্ট্র ও





পশ্চিমা দেশগুলোর এ অঞ্চলে অর্থনৈতিক বা রাজনৈতিক অর্থে এজেন্ডা প্রণয়নের নৈতিক কর্তৃত্ব আর নেই।