উপসাগরীয় দেশ সৌদি আরবের মদিনা মনোয়ারায় সোফা কারখানায় আ’গুন লেগে ছয় বাংলাদেশির মৃ;ত্যু হয়েছে। মদিনায় সোফা কারখানায়





আগুন লেগে আপন দুই ভাইসহ ছয় বাংলাদেশী মা;রা গেছেন। দুই ভাইয়ের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী জনাব সুলতান আহমদের পুত্র মিজান ও আরাফাত।





সৌদি আরবের মদিনায় আল খলিল এলাকায় একটি সোফা কারখানায় ভা’য়া’বহ আগুন লেগে ৬ বাংলাদেশি নাগরিকের ম’র্মা’ন্তিক মৃ’ত্যু হয়েছে। বুধবার এ অ’গ্নিকা’ণ্ডের ঘটনা ঘটে। রাতেই বিষয়টি নিশ্চিত করেন সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো.মহসীন হোসেন।তিনি জানিয়েছেন ভোরে সোফা কারখানাটিতে আ’গুন লাগে।





তবে কীভাবে আ’গুনে’র সূ’ত্র’পাত হয়েছে তা এখনও জানা যায়নি। তাদের সবার বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।