এক ঘু’ষ িতে এক মহিলার নাক ফাটিয়ে দিল ফুড ডেলিভারি এক্সিকিউটিভ। এমনই অ’ভিযোগ উঠলো ফুড ডেলিভারি সংস্থা জোমাটোর এক





কর্মীর বিরু’’দ্ধে। ঘটনা ৯ মা’র্চ। হিতেশা চন্দ্রানী নামে ব্যা’ঙ্গালুরুর পেশায় এক কনটেন্ট ক্রিয়েটর ও মেকআপ আর্টিস্ট খাবার অর্ডার করেন ‘বিকেল ৩.৩০-এ।কিন্তু ঘন্টাখানেক বাদে ডেলিভারি বয় খাবার নিয়ে আসে। তবে ততক্ষণে ঝামেলা হয়ে যায়। মহিলা জোমাটো কাস্টমা’র





কেয়ারে খাবার আসতে দেরি হচ্ছে বলে কমপ্লেইন করেন। এরই মধ্যে ডেলিভারি বয় এসে হাজির হয়। শুরু হয় বাকবিতণ্ডা।ঘটনা এত দূর গড়ায় যে মহিলার অ’ভিযোগ ছেলেটি মহিলাকে চূড়ান্ত গা’লিগা’লা’জ করে। তারপর কোনও একসময় চড়াও হয় মহিলার উপর। শেষমেশ এক ঘু’ষ তে নাক ফাটিয়ে দেয়। এদিকে ডেলিভারি কর্মীর বক্তব্য





সে দেরীতে আসায় মহিলা শুধু গা’লিগা’লা’জই করেন নি, জুতোপে’টাও করেছেন ছেলেটিকে। ফলে তিনি আ’ত্মর’’ক্ষার্থে আঘা’ত করতে বাধ্য হন। অ’ভিযোগ পাল্টা অ’ভিযোগের মাঝেই হিতেষা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের র’ক্তমাখা ফাটা নাকের ছবি শেয়ার করে দেন। তুমুল হইচই সেই ছবি ঘিরে। এমন এক ঘটনায় খুবই লজ্জিত





জোম্যাটো। তাঁরা জানিয়েছে যে, তাঁরা চিকিৎসার জন্য সমস্ত রকমের সাহায্য করবে। এমনকি তাঁরা ক্ষ’মাপ্রার্থী।