কথায় আছে, আমি শিখেছি সময় ব্যবস্থাপনা, প্রস্তুতি আমার অগ্রাধিকার। নিজেকে বেশি আবেদনময়ী করে তুলতে নিতম্ব বড় করার পরিকল্পনা





করেছিলেন মার্কিন মডেল জোসলিন ক্যানো। সেই অনুযায়ী প্লাস্টিক সার্জারি করান তিনি। কিন্তু ভুল অ’স্ত্রো’পচা’রের কারণে মৃ’ত্যু হয় ৩০ বছর বয়সী এই মডেলের। কোমরকে আরো সুদৃশ্য করতে গিয়ে প্রাণ হারালেন মেক্সিকান মডেল জসলিন ক্যানো । ৭ ডিসেম্বর মা’রা যান তিনি।





যদিও জোসলিনার পরিবার তার মৃ’ত্যুর বিষয়টি নিয়ে কোন কথা বলেননি। তবে লিরা মারসার নামে এক মডেল ও অভিনেত্রী নিজের টুইটার হ্যা’ন্ডেলে জোসলিনার মৃ’ত্যুর বিষয়টি প্রকাশ করেন। তিনি টুইট করেন, ভুল অ’স্ত্রো’পচা’রের কারণে কলাম্বিয়ায় মডেল জোসলিন ক্যানো মা’রা গেছেন। জোসলিন দেখতে খুবই সুশ্রী ও লাবন্যময়ী ছিলেন।





তার পরিবারের প্রতি সমবেদনা। ১৯৯০ সালে ক্যালিফোর্নিয়ার আনাহেইমে জন্মগ্রহণ করেন জোসলিন। তবে বেড়ে উঠেছেন ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোরে। মাত্র ১৭ বছর বয়েসে স্থানীয় ম্যাগাজিনে প্রথম মডেল হন তিনি। এরপর অনেক বিখ্যাত ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়েছেন তিনি। অভিনয় করেছেন বেশ কিছু মিউজিক ভিডিওতে। ২০০৮ সালে





মডেল ও ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেন জসলিন ক্যানো। ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। উল্লেখ্য, নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাইতেন জসলিন। তাই কোমরে অপা’রেশন করিয়েছিলেন শরীরের নিচের





অংশটুকু কার্দেশিয়ানের মতো আবেদনময়ী করতে। কিন্তু নিজের সেই সৌন্দর্য বর্ধনই কাল হয়ে দাঁড়ালো এই মডেলের জন্য।