কুমিল্লায় বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে দুগ্রুপের সংঘ;র্ষে দুই যুবক নি’হত হয়েছেন। এসময় আ’হত হয়েছেন আরও পাঁচজন। বুধবার





দিবাগত রাত পৌনে ১টার দিকে জে’লার দেবিদ্বার উপজে’লার আব্দু’ল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘ’টনা ঘ’টে। নি’হতরা হলেন- সাইফুল (২০) দেবিদ্বার উপজে’লার আব্দু’ল্লাহপুর গ্রামের হাবিবের ছেলে ও একই এলাকার রেনু মিয়ার ছেলে ফাহিম (১৯)। স্থানীয়রা জানান,





দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজে’লার আব্দু’ল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘ;র্ষে জ’ড়িয়ে পড়ে। এতে ঘ’টনাস্থলে এক যুবকের মৃ’ত্যু হয় পরে গুরুতর অব্স্থায় দেবিদ্বার উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃ’ত্যু হয়। এ ঘ’টনায় আ’হত পাঁচজনকে





কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেবিদ্বার উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেবিদ্বার থা’নার ওসি মো. আরিফুর রহমান জানান, নি’হতদের ম’রদেহ উ’দ্ধারের পর ম’য়নাতদ’ন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





এ ঘ’টনার স’ঙ্গে জ’ড়িতদের গ্রে’ফতারে অ’ভিযান অব্যাহত রয়েছে বলে জানান পু’লিশের ওই কর্মক’র্তা।