হযরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৮ মাসের এক কন্যা শি’শুকে ফেলে গেছেন এক যাত্রী। শি’শুটি এখন বিমান বন্দরের আম’র্ড





পু’লিশের তত্ত্বাবধানে রয়েছে। প্রত্যক্ষদর্শী শি’শুর মায়ের সহযাত্রী জানান, বৃহস্পতিবার রাত ২ টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে শি’শুটিকে নিয়ে আসেন তার মা। নিজের নাম পরিচয় বিস্তারিত না জানালেও শি’শুটির মা সৌদি প্রবাসী ছিলেন বলে





জানান সহযাত্রী আসমা বেগম। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিমান বন্দরের এপিবিএন এর অ’পরারেশন ও মিডিয়ার অ’তিরিক্ত সুপারিনটেনডেন্ট আলমগীর হোসেন। হযরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৮





মাসের এক কন্যা শি’শুকে ফেলে গেছেন এক যাত্রী। শি’শুটি এখন বিমান বন্দরের আম’র্ড পু’লিশের তত্ত্বাবধানে রয়েছে।