করোনাভাই;রাসে আ;ক্রা;ন্ত হয়ে ভারতে ভয়াবহভাবে বেড়েই চলেছে দৈনিক মৃ;ত্যু;র সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মা;রা গেছেন ৩





হাজার ৬৪৫ জন। মহা;মারি শুরুর পর থেকে দৈনি;ক মৃ;ত্যুর সং;খ্যায় এটি দেশটিতে রেকর্ড। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটি;তে নতুন করে করোনায় সং;ক্রমিত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। সর্বশেষ





এই সংখ্যা নিয়ে মহা;মারির শুরু থেকে দেশটিতে করো;নায় আক্রা;ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৩ লাখ ৭৬ হা;জার ৫২৪ জনে।
গত কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃ;ত্যু আ;ড়াই হা;জারের ওপরে;ই রয়েছে। বু;ধবার সেই সংখ্যা ছাড়িয়েছিল ৩ হাজার ৩০০-র ঘর। তবে আগের সব পরিসংখ্যানকে ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করো;নায়





আ;ক্রান্ত হয়ে মা;রা গে;ছেন ৩ হাজার ৬৪৫ জন। এতে মো;ট মৃ;;ত্যুর সং;খ্যা দাঁড়ি;য়েছে ২ লাখ ৪ হা;জার ৮৩২ জনে। গত এক সপ্তাহের বেশি সময় ধ;রে দৈনিক তিন লাখের বেশি শনাক্ত হচ্ছে ভারতে। দেশটিতে ১৫ এপ্রিল থেকে দৈ;নিক দুই লাখের বে;শি মানুষে;র দে;হে ভাই;রাস শ;নাক্ত হচ্ছে।এ সংকটকে ঘনী;ভূত করেছে হাসপাতাল;গুলোতে শয্যা, অক্সিজেন ও দর;কারি





ওষুধের সংকট। এমন বাস্তবতায় শনিবার থেকে প্রা;প্তবয়স্ক সবার জন্য টিকাগ্রহণ উ;ন্মুক্ত হচ্ছে। দেশটিতে বুধবার সরকারি নিবন্ধন সাইট কোউইনে টিকা নিতে নিবন্ধন করেছে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ। চলমান পরিস্থিতি মোকাবিলায় ভারতকে সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন বলেন,





ভারতের সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সম্ভাব্য সব করবে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় সহায়তা করতে ভারতে ১০ কোটি ডলারের বেশি মূল্যের চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে উত্তর আমেরিকার দেশটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের বুধবারের এক বিবৃতিতে





এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার থেকে এসব সরঞ্জাম ভারতে আসা শুরু হবে, যা আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।