আনন্দবার্তা আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় বো’মা বর্ষণের প্রতিবাদে এবার ইসরাইলে রকেট হা’ম’লা চালাল লেবানন। এর আগে হামাস





ইসরায়েলে সহস্রাধিক রকেট হা’ম’লা চালিয়েছিল।এপির খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হ’তাহ’তের কোনো খবর পাওয়া যায়নি। ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লেবানন থেকে





তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। তাদের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে তাদের শত্রু হি’জ’বুল্লাহ এ হা’ম’লা চালিয়েছে। হা’ম’লা মোকাবেলায় গত তিনদিনে জরুরিভিত্তিতে নয় হাজার বাড়তি সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। গত সোমবার থেকেই উ’ত্তপ্ত ইসরাইল-ফিলিস্তিন। গাজায় ইসরাইলের অব্যাহত বিমান হা’ম’লা’য় এখন পর্যন্ত ১০৩ জন ফিলিস্তিনি





নি’হত হয়েছেন। অপরদিকে হামাসের পাল্টা রকেট হা’ম’লা’য় এখন পর্যন্ত সাতজন ইসরায়েলি নি’হত হয়েছেন।