বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি দেয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়া এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত





বিভাগ (সিআইডি)।বৃহস্পতিবার সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি জানান, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা





হলেন- শামীম আহমেদ ওরফে মোস্তফা মনির ওরফে মোশাররফ (৪৫), তানজীলা সুলতানা সমাপ্তি (২৫) বজলুর রশিদ (৪৮) এবং শরিফুল ইসলাম (৩৭)। সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, শামীম নিজেকে বিমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবার কখনো এমডি দাবি করতো। তিনি ও তার চক্র বিমানে চাকরি দেয়ার নাম করে অনেকের





কাছ থেকে ১৩ থেকে ১৭ লাখ টাকা করে আত্মসাৎ করে চাকরি না দিয়ে প্রতারণা করেছেন। তিনি বলেন, চক্রের সদস্যরা বিমানের নিয়োগের সার্কুলার হওয়ার পর তাদের এলাকার লোকজনকে বিমানে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দেয়। এরপর তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা নিয়োগ প্রত্যাশীদের ভুয়া পরীক্ষা





নেয় এবং তাদের সবাইকে ফেল করিয়ে দেয়। পরবর্তীতে ফেল করাদের টাকার বিনিময়ে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিতো। তিনি আরো বলেন, বিমানের একটি বিভাগে সহকারী পরিচালকের চাকরির জন্য শামীমকে ২০১৯ সালে সাড়ে ১৩ লাখ টাকা দিয়েছেন একজন ভুক্তভোগী। তিনি প্রতারিত হয়ে এ বিষয়ে একটি মামলা করেন। ওই ভুক্তভোগীর





অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।