মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি। মানুষ পেতে পারে না…ও বন্ধু। গানের কথাগু’লি কবে বাস্তবে রুপ নেবে সেই





আশায় বুক বাঁধে হাজারো মানুষ নতুন খবর হচ্ছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা’ব) মহাপরিচালক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে অর্থনৈতিক শক্তি হিসেবে মা’থা তুলে দাঁড়িয়েছে। যাদের ঘামে-শ্রমে আমাদের এই উন্নতি তাদের প্রতি





আরও যত্নবান হতে হবে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস অ্যান্ড বেভা’রেজ কোম্পানির সেজান জুস কারখানায় ভ’য়াবহ অ’গ্নিকা’ণ্ডের ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচ শতাধিক অসহায়দের মাঝে এই সহায়তা দেওয়া হয়।





র্যা’ব ডিজি বলেন, প্রতিষ্ঠানটির ৫২ জন কর্মী অ’গ্নিকা’ণ্ডে মা’রা যান। আমি তাদের আত্মা’র মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া আ’হতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে সরকারি তিনটি সংস্থা- জে’লা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান





পরিদর্শন অধিদপ্তর ইতোমধ্যে ত’দন্ত কমিটি গঠন করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যা’ব ডিজি বলেন, ওইদিনের ঘটনা সংঘটিত হওয়ার পর পরে র্যা’ব সদস্যরা এখানে আসেন। আপনারা বলছেন এখানে শি’শুরা কাজ করছে এবং নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় শি’শুরা কাজ করছে। এটা আম’রা খতিয়ে দেখছি। সাংবাদিকদের অ’পর এক প্রশ্নের





জবাবে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, যে ৫২ জন মা’রা গেছেন তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এদের ডিএনএ’র বিষয়টা ম্যাচ করার পরে বিষয়টি সুস্পষ্ট হবে। আম’রা একটু অ’পেক্ষা করি, এখানে অনেকেরই মুখ চেনা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পরে আর কেউই আছে কিনা সেটা জানা এবং নিশ্চিত হওয়া যাবে। র্যা’ব ডিজি বলেন, আপনারা অবগত আছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা’ব) মা’দক উ’দ্ধার, জ’ঙ্গিদের আ’ট’ক, অ’স্ত্র উ’দ্ধার,





বিভিন্ন জনগুরুত্বপূর্ণ মা’মলার আ’সামিদের গ্রে’ফতারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।