দেশের অ’ন্যতম পর্যটন শহর কক্সবাজারে নানা ধরণের অসা’মাজিক কাজ করে উপার্জন করে ল’ক্ষাধিক মানুষ পর্যট’কদের বিভিন্ন টা’ইপের





অ’নৈতিক এবং বেআইনি চাহিদা পূরণে মা’দক কিংবা যৌ’ন’কর্মীদের নিয়ে কাজ করা মানুষের কমতি নেই এ অঞ্চলে। প্রতিনিয়ত এসব অ’বৈধ কার্যক্রম অ’ভিনব থেকে আধুনিক হচ্ছে। সম্প্রতি কক্স’বাজারের একদল পর্যট’ক আইনশৃংখলা বাহিনীকে জানিয়েছে- সমুদ্র স্নানের





সময় টাকা দিয়ে না’রীস’ঙ্গী ভাড়ার বিষয়টি। পু’লিশকে তারা জানায়, ইনানি বিচে গো’সলের সময় তাদেরকে তিন জন লোক বেশ কয়েকবার করে নারী সঙ্গী ভাড়া নেওয়ার প্রস্তাব রাখে। ওই সময় বিশ হাত দূরেই দুইজন নারী স্নান করছিলেন। তাদেরকে স্নানের সময় ঘন্টা হিসেবে ভাড়া নেয়ার প্রস্তাব রাখে দালালরা। পর্যট’করা বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে দালাল সুরুজ





মিয়াকে পাকড়াও করে নিকটবর্তী পু’লিশ ফাঁড়িতে নিয়ে যায়। কিন্তু আধঘন্টা পরেই সুরুজ মিয়া পু’লি’শের কাছ থেকে ছাড়া পেয়ে যায়।