শখের বসে তৈরি করে;ছিলেন একটি হেলিকপ্টার, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই হেলিকপ্টারের আঘাতেই অকাল মৃ;ত্যু হলো ২৪ বছর বয়সী এক





যুবকের। সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলায় এই ঘটনা ঘটেছে। সামনে এসেছে মর্মান্তিক এই দুর্ঘ;টনার ভিডিও ফুটেজও। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারের মধ্যে একটি যান্ত্রিক ত্রু;টি ঠিক করতে গিয়েই একটি ব্লেড সজোরে এসে আঘাত করে যুবকের





মাথায়। ঘটনাস্থলেই মা;রা যান তিনি। নি;হ;ত ওই ;যুব;কের নাম শেখ ইসমাইল শেখ ইব্রাহিম। তিনি একজন মোটর মেকানিক। এদিকে এই ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটির পাখা চালু করতেই যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ভে;ঙে যায় এবং সজোরে শেখ ইসমাইল শেখ ইব্রাহিমের মাথায় আ;ঘাত করে।





কয়েক সেকেন্ড পর তাকে হেলিকপ্টার থেকে বাইরে পড়ে যেতে দেখা যায়। পরে ঘটনাস্থলে ছুটে যা;ন আশপাশে থাকা মানুষজন সংবাদ মাধ্যমগুলো বলছে, গত মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলার ফুলসাভাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। সেসময় একটি ওয়ার্কশপে হেলিকপ্টারটিকে পরীক্ষা করে দেখছিলেন শেখ ইসমাইল





শেখ ইব্রাহিম নামের ওই যুবক। গত দু’বছর ধরে এই হেলিকপ্টারটিকে নিজের হাতে তৈরি করেছিলেন ইব্রাহিম। শেষে এই হেলিকপ্টারই তার মৃ;ত্যুর কারণ হয়ে দাঁড়াল। দু;র্ঘ;টনার পর শেখ ইসমাইলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে মৃ;ত ঘোষণা করা হয়।
\





মাথায়। ঘটনাস্থলেই মা;রা যান তিনি। নি;হ;ত ওই ;যুব;কের নাম শেখ ইসমাইল শেখ ইব্রাহিম। তিনি একজন