রাজশাহীর বাঘা উপজেলায় ৩ সন্তানের মা বিয়ের দাবিতে অনশনে বসেছে। জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকাধীন





মনিগ্রামের মধ্যবয়সী যুবক মৃত আহাম্মদ আলীর ছেলে মোঃ বকুল হোসেন (৪৫) এর বাড়ির সামনে ৩ সন্তানের মা বিয়ের দাবিতে অনশনে বসে। স্থানীয়দের ভাষ্যমতে, গতকাল বুধবার (১১ আগস্ট) আনুমানিক বিকেল ৩ টার দিকে বকুলের বাড়ির সামনে ওই নারী অনশনে বসে। যা





দেখতে ভিড় জমায় এলাকাবাসী।ওই নারীর দাবি গত তিন বছর ধরে বকুলের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক। বকুল তাকে বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। গত এক সপ্তাহ আগেও তার আগের স্বামীর বাড়ি থেকে বকুলের কথা মত চলে আসে। এই অবস্থায় তার আর অন্য কোন পথ নেই।





হয় বকুল তাকে বিয়ে করবে নইত সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবে। তবে বকুলের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, বকুলের ঘরে বর্তমানে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে এবং অনশনে বসা ঐ নারীর সংসারে স্বামীসহ দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।এ বিষয়ে কথা বলতে বকুলের নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।





তবে মনিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি আমি অবগত হওয়ার পরেই স্থানীয় ইউপি সদসসকে ঘটনাস্থলে পাঠাই ও বাঘা থানা ওসিকে অবগত করি। স্থানীয় ভাবে মিমাংসার শর্তে ওই নারিকে রাত আটটার পরে তার বাবা বাড়িতে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হবে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি





আমি অবগত। দুজনেই যেহেতু বিবাহিত সে কারণে চেয়ারম্যানকে স্থানীয় ভাবে বসে সমাধান করার কথা বলেছি।