প্রতি;টি প্রা;ণ;কে;ই মৃ;;ত্যু;র স্বাদ নিতে হবে। মহা;বিচার দিবসে তোমাদের; সবাইকে কর্মফল ;পুরোপু;রিই দে;য়া হবে। সফল মানুষ হবে





সে-ই, যাকে লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে দাখিল করা হবে। নতুন খবর হচ্ছে, হবিগঞ্জে মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে বাবা ছেলের মৃ;ত্যু হয়েছে। বাবা;র লা;শে; পা;শে; বসে কাঁদতে কাঁদতেই মা;রা যান চিকিৎসক ছেলেও। ঘটনায় সদর উপজেলার রাজিউড়া





ইউনি;য়নের মথু;রাপুর গ্রা;মে শো;কে;র ছা;য়া নে;মে এসেছে। সোমবার তাদের দা;ফ;ন স;ম্পন্ন ক;রা হয়ে;ছে। তারা হ;লেন ওই গ্রামে;র শিক্ষক গো;লাম কিব;রিয়া ওর;ফে দিলু মা;স্টার (৭০) এবং তার ছে;লে গ্রাম্য চি;কিৎসক মো. রুবেল মিয়া (৩৫)। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম ফজল বলেন,





দিলু মাস্টার দীর্ঘদিন যাবত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি অবসরে বাড়িতেই ছিলেন। তার ছেলে মো. রুবেল মিয়া গ্রাম্য চিকিৎসক হিসেবে উচাইল বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। তিনি বলেন, সোমবার দুপুর ২টায় তাদের নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। তাদের পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, রোববার





দিলু মাস্টার হৃদরো;গে আক্রা;ন্ত হন। তাকে নিয়ে ছেলে রুবেল মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় তিনি মা;রা যান।