উপসাগরীয় দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের একটি পাহাড় থেকে পড়ে মো. হাদিউল ইসলাম (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশি





যুবকের মৃ’ত্যু হয়েছে। ২২ আগস্ট রবিবার বিকেলে নিহ’তের ছোট ভাই মো. নবী হোসেন এ তথ্য জানান। মৃত হাদিউল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গোয়াতলা গ্রামের মো. দুলু মিয়ার ছেলে। ভাই মো. নবী হোসেন জানান, সংসারে স্বচ্ছলতা আনতে চার বছর আগে বড়





ভাই হাদিউল সৌদি আরবে যান। শনিবার (২১ আগস্ট) বিকেলে সৌদি আরবের রিয়াদ শহরের অদূরে একটি পাহাড়ে কাজ করার সময় সেখান থেকে নীচে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়। বিষয়টি হাদিউলের সহকর্মী শ্রমিক একই উপজেলার হৃদয় মিয়া শনিবার রাতে ফোনে জানান। সৌদি আরবে যাওয়ার পর তিনি আর দেশে আসেনি। হাদিউল





ইসলামের ম’রদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহ’তের পরিবারের সদস্যরা।